মেয়েদের হঠাৎ করে তার মা বাবা ভাই বোন আপনজন সবাইকে ছেড়ে চলে যেতে এক প্রায় অচেনা মানুষের বাড়ি তাই মেয়েরা সেই আপনজনদের থেকে দুরে যাওয়ার দুঃখে কাদে।আর ছেলেরা বিয়ের পর কাদে নানা টেনশনের কারনে যেমন সংসারের খরচ,সংসারে অশান্তি এইসব কারনে।
বিয়ের আগে মেয়েরা কাঁদে কারণ ছেলেদের তুলনায় মেয়েদের আবেগ অনেক বেশি । মেয়েদের মন ছেলেদের তুলনায় অনেক বেশি নরম । তাইতো দেখি মায়ের মমতা ও পিতার আদরের মধ্যে একজন সন্তান মাকেই বেশি ভালবাসে । সেই আবেগী নারী যখন বিয়ের দিন সকল মায়ার বাধঁন ছিন্ন করে নতুন বাঁধনে আবধ্য হতে যাচ্ছে তখন নিজের আবেগ ধরে রাখতে না পেরে । নিয়ন্ত্রনহীন ভাবে বর্ষন করে বারিধারা
বিয়ের পর ছেলেরা কাদে কারণ বিয়ের পর অনেক বড় কিছু দায়িত্ব ছেলেদের কাঁদে চলে আসে, অনেকে হয়ত আবেগের বশে নিজেকে সেই সব দায়িত্ব নেওয়ার জন্য তৈরী না করে বিয়ে করে বসে, এর ফলে বিয়ের মাসকানেক পর থেকে নানান ধরনের টানাপোড়েন আরম্ভ হয়। বিয়ে মানে অনেক দায়িত্ব কাঁধে নেওয়া। যেমন,’কবুল’, বললে সাথে সাথে হয়ে গেল চার পাও, আর এমনি ঘোষনা হল, ”ভাত, কাপড় দিয়ে যাও”। যেই একটি নতুন মেহমান আসল পরিবারে, হয়ে গেল ছয় পাও, আর তখনি ডাক আসল, ”বাবা তুমি কোথায় যাও”। আসলে বিয়ে হল একটি অতি প্রয়োজনীয় দূর্গতির নাম।
Thanks for Watching……………
Subscribe for more :
FOLLOW US ON:
FACEBOOK :
TWITTER:
GOOGLE+:
BLOGGER:
PINTEREST:
LINKEDIN:
SUBSCRIBE:
source