Winter Skin Care Tips | শীতে ত্বকের যত্ন | Dry Skincare Tips | Doctor's Advice

শীতে ত্বকের যত্ন কিভাবে নিবেন?

গ্রীষ্মকালের মতো শীতকালেও একটি প্রোপার উইন্টার স্কিনকেয়ার রুটিন প্রয়োজন।
শীতে ত্বকের যত্ন নিয়ে কোনো অবহেলা না করে নিচের টিপসগুলো মেনে চলা উচিত-

শীতকালে সাধারণত আমাদের ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে থাকে। এসময় ত্বকের প্রোপার ময়েশ্চারাইজেশনের জন্য প্রতিদিন ২/৩ বার ভালো একটি ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। হায়লুরোনিক এসিড, গ্লিসারিন আর ভিটামিন ই এর মতো কার্যকরী উপাদান সম্পন্ন ময়েশ্চারাইজার শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী। শুষ্ক ত্বকের পাশাপাশি তৈলাক্ত ত্বকের জন্যও ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করুন জেন্টাল ও মাইল্ড কোনো ফেস ক্লিনজার। শীতকালে শুষ্ক ও তৈলাক্ত ত্বকের যত্নে বেছে নিন উপযোগী কোনো ফেইসওয়াশ। শুষ্ক ও খসখসে ত্বক এড়াতে বডি অয়েল বা লোশন ব্যবহার করুন। বাইরে যাওয়ার আগে অবশ্যই সান প্রোটেকশন ব্যবহার করুন। এছাড়া ঠোঁটের যত্নে ব্যবহার করুন লিপবাম।

স্কিন কেয়ার টিপস গুলো ফলো করার পাশাপাশি ত্বক হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করুন। এছাড়া ত্বক হেলদি রাখতে শীতকালীন সবজি ও ফলমূল খান।

অর্ডার করতে বা বিস্তারিত জানতে ভিজিট করুন –
🌐
📲 01708411487 / 01708411471-472
বায়োজিন কসমেসিউটিক্যালস
𝗗𝗶𝘀𝗰𝗼𝘃𝗲𝗿 𝗬𝗼𝘂𝗿 𝗧𝗿𝘂𝗲 𝗕𝗲𝗮𝘂𝘁𝘆
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া, কুমিল্লা, খুলনা।

Subscribe our Channel –
Visit our Website –
Like us on Facebook – / bioxincosmeceuticals
For latest trends please visit – / beautytalkwithbioxin
Follow us on Instagram – / bioxin_cosmeceuticals
Follow us on Tik Tok Id – / bioxincosmeceuticals

source

facial machine for salefacial machine for sale
ultra sonic skin scrubberultra sonic skin scrubber